Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্যিই কি বিয়ে করে অভিনয় ছাড়ছেন এমা ওয়াটসন!


১৮ মে ২০২১ ১৪:০৬

সম্প্রতি, বাম হাতের অনামিকা আঙুলে আংটি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। সেই থেকে জল্পনা শুরু, অভিনেত্রী বাগদান সেরে ফেলেছেন! এমনকি বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছিল পেশাদার জীবনে থেকে ইতি চেনেছেন অভিনেত্রী। কিন্তু না! পুরোটাই গুঞ্জন। এমনটাই দাবি করলেন এই অভিনেত্রী। জানালেন, তার ব্যক্তিগত এবং পেশাদার জীবন নিয়ে যেসব জল্পনা চলছে সেগুলো সত্য-মিথ্যে যাচাই না করেই লোকে বলছে। যদি সত্যিই তেমনই কিছু থাকত, তবে সরাসরি তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমা লেখেন, ‘প্রিয় অনুরাগীরা, আমার বাগদান হয়েছে কিনা সেই নিয়ে গুঞ্জন চলছে। আমার কর্মজীবন নিয়েও প্রতিবেদনে নানা গুঞ্জব রটানো হচ্ছে। যদি সত্যিই তেমন কিছু ঘটে- আমি অঙ্গীকার করছি তোমাদের সঙ্গে ভাগ করে নেব।’

অভিনেত্রী আরো জানিয়েছেন, বাকি সকলের মতোই এই মহামারী পরিস্থিতিতে তিনি বাড়িতে কাটাচ্ছেন। যেমন ভাবে বেশিরভাগ সকলে কাটাচ্ছে। প্রিয়জনেদের সঙ্গে রয়েছেন যত্ন নিচ্ছেন এবং মাহামারী যেন বেশি ছড়িয়ে না পরে সে বিষয়ে নিজেও সহযোগী হওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এমা। এই হলিউড অভিনেত্রী বলেন, ‘আশা করছি সকলে ভাল আছেন এবং এই অদ্ভুত সময়ে যেমন থাকা যায় তেমনই আছেন ভেবে সকলকে ভালবাসা জানাচ্ছি। আবারও, আমাদের নিরাপদ এবং ভাল রাখতে এত পরিশ্রম করছেন যারা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।’

এমা ওয়াটসন হলিউড অভিনেত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর