Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও টিভি পর্দায় ‘হাসিনা: এ ডটারস টেল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২১ ০০:২৩

আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসকে ঘিরে দর্শক চাহিদা মেটাতে আরো একবার টিভি পর্দায় দেখা যাবে ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’।

সোমবার দুপুর ৩টা ৩০ মিনিটে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও একাত্তর টেলিভিশনে দেখা যাবে ডকুড্রামাটি। সময় টেলিভিশনে দেখা যাবে বিকাল ৪টা ৪০ মিনিটে।

২০১৮ সালের ১৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। প্রথম পর্যায়ে প্রদর্শিত হয় স্টার সিনেপ্লেক্স, মধুমিতা ও সিলভার স্ক্রিণে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে তার বিদেশ জীবন, দেশে ফিরে আসার কথা শোনা যায় এই চলচ্চিত্র। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিলো জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

সারাবাংলা/এজেডএস

‘হাসিনা: এ ডটার’স টেল’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর