Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিটিভিতে ‘ব্রেক ফ্রী ঈদ ফেস্ট’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ মে ২০২১ ১৮:৩৪

মহামারি করোনার জন্য ঘরবন্ধী দর্শকদের নিরলস বিনোদনের জন্য জিটিভি আয়োজন করেছে ব্রেক ফ্রী ঈদ ফেস্ট। সিনেমা প্রেমীদের কথা চিন্তা করে জিটিভি স্বল্প বিরতি দিয়ে প্রচারিত করবে দশর্কপ্রিয় সব সিনেমা।

এর মধ্যে স্বর্ণালী সিনেমাতে রয়েছে বাংলার রাজপুত্র সালমান শাহ এর সাতটি জনপ্রিয় সিনেমা। ঈদের দিন প্রচারিত হবে ‘স্বপ্নের পৃথিবী’। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। বাদল খন্দকার পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।

বিজ্ঞাপন

সালমান ও মৌসুমী অভিনীত ‘স্নেহ’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন। এটি পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে।

সালমান শাহেরর মৃত্যুর পরের সপ্তাহেই মুক্তি পেয়েছিল ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’। শাহনাজ ছিলেন সালমান শাহের বিপরীতে। এটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন।

ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘প্রেমযুদ্ধ’। সালমান শাহ ও লিমা জুটির ছবিটি পরিচালনা করেছেন জীবন রহমান।

‘আনন্দ অশ্রু’ সালমান শাহ, শাবনূর ও কঞ্চি অভিনীত ছবিটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। এটি পরিচালনা করেছেন শিবলী সাদিক।

মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ প্রচার করা হবে ঈদের ষষ্ঠ দিন। এতে সালমান শাহের বিপরীতে আছেন বৃষ্টি।

ঈদের সপ্তম দিন প্রচারিত হবে সালমান শাহ ও শাবনূর জুটির ‘বিচার হবে’। এটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ।

এছাড়াও রয়েছে ব্লকবাস্টার মুভিজে ঈদের দিন ‘অনিল বাগচির এক দিন’। ঈদের ২য় দিন রয়েছে মাহিয়া মাহি ও আরেফিন শুভ অভিনিত ‘ঢাকা অ্যাটাক’।

আর যে সকল দর্শক পরিমণীর ‘স্বপ্নজাল’ সময়ের অভাবে দেখতে পারেননি তাদের জন্য ঈদের ৩য় দিন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে সিনেমাটি।

বিজ্ঞাপন

ঈদের ৪র্থ দিন মাহিয়া মাহির ‘ওয়ার্নিং’, ঈদের ৫ম দিন বিদ্যা সিনহা মিমের ‘সুইট হার্ট’, ঈদের ৬ষ্ঠ দিন শাকিব খানের ‘ফুল এন্ড ফাইনাল’ এবং ঈদের ৭ম দিন রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘মেঘমাল্লার’ সিনেমাটি।

আর বিজ্ঞাপনের ভিড়ে বিরতিহীন আয়োজনে থাকছে নাটক, টেলিফিল্ম ও টক শোসহ নানা আয়োজন।

সারাবাংলা/এজেডএস

জিটিভি ব্রেক ফ্রী ঈদ ফেস্ট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর