Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি নুসরাতের হাত ধরেই ফিরছেন যশ!


১২ মে ২০২১ ১৯:৫১

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবাংলার ভোট-যুদ্ধে বিজেপির বড় বাজি ছিলেন টলিউডের বহুল আলোচিত তারকা যশ দাশগুপ্ত। আর চ্যালেঞ্জটাও নিয়েছিলেন যশ। যদিও বেশ কঠিন ছিল, তবুও কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন যশ। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল, তিনি দ্বিতীয়। চণ্ডীতলার বিদায়ী বিধায়ক তৃণমূলপ্রার্থী স্বাতী খন্দকারের কাছে হেরে গিয়েছেন যশ। ব্যর্থ হলেন ম্যাজিক দেখাতে। আর পরাজয়ের পর থেকেই নাকি একেবারে চুপচাপ হয়ে ছিলেন যশ। তিনি নাকি পুরোপুরি মুষড়ে পড়েছেন। হার হজম করে নেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। ২ মে ভোটের ফলাফল সামনে আসার পর আর মিডিয়ার মুখোমুখি হননি। বলা যায় একপ্রকার গায়েব হয়ে গিয়েছিলেন। সপ্তাহখানেক পর ফের স্ব-মহিমায় ফিরলেন যশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন, সামলে নিয়েছেন সাময়িক মন খারাপের ঝড়।

বিজ্ঞাপন
ইন্সটাগ্রামে নুসরাত জাহানের পোস্ট

ইন্সটাগ্রামে নুসরাত জাহানের পোস্ট

এদিকে চলতি বছরের শুরু থেকেই টলিউড নায়িকা ও তৃনমূলের সাংসদ নুসরাতের সঙ্গে যশের প্রেমের চর্চা নিয়ে চলছে তুমুল শোরগোল। স্বামী নিখিলের সঙ্গে নুসরাতের ঘরভাঙার জন্যও ঘুরে ফিরে এসেছে যশ-এর ঘনিষ্ঠতার গুঞ্জন। সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নিখিল বা নুসরাত। তবে নুসরাতকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন নিখিল, তা বেশ স্পষ্ট। নিখিলের সোশ্যাল মিডিয়া নুসরাতহীন, সেখানে রয়েছে অতীত ভুলে শুধুই জীবনে এগিয়ে চলার আপ্তবাক্য।

বিজ্ঞাপন

কিন্তু এবারের আলোচনাটা বুধবার (১২ মে) যশ-নুসরাতের সোশ্যাল মিডিয়ার পোস্ট। বলা যায়, রীতিমতো তাদের পোস্ট দেখে অনেকেরই চোখ কপালে! এদিন দুপুরে যশের ক্যামেরায়বন্দি একটি ছবি পোস্ট করেন নুসরাত। সেখানে গিটার হাতে পাওয়া গেল টলি নায়িকাকে। লাল রঙা হুডি আর ডেনিম, চোখে চশমা, আর খোলা চুলে গিটার বাজাচ্ছেন নুসরাত, সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন যশ। এই ছবির ক্যাপশনে লেখা- ‘গিটার বাজাও, মানুষ নয়’। ছবি সৌজন্যে জ্বলজ্বল করছে যশ দাশগুপ্তর নাম।

ইন্সটাগ্রামে যশ দাশগুপ্তের পোস্ট

ইন্সটাগ্রামে যশ দাশগুপ্তের পোস্ট

এর মিনিট কয়েকের মধ্যেই যশ নিজের ইনস্টাগ্রামের ওয়ালে একটি ছবি পোস্ট করেন। পাহাড়ের কোলে গাছের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন টলি তারকা। সাদা শার্ট আর জিনস, চোখে রোদচশমায় সেজেছেন যশ। পাহাড়ের দিকে চোখ রাখা যশকে লেন্সবন্দি করেছেন নুসরাত। অন্তত সে কথা লিখেছেন যশ নিজেই! ছবিটি পুরোনো তা জানাতে ভোলেননি তারকা, আর ক্যাপশনে লিখেছেন- ‘সবচেয়ে কঠিন হল অন্তরের পাহাড়কে অতিক্রম করা’। আর এটাতেও ছবি সৌজন্যে জ্বলজ্বল করছে নুসরাতের নাম।

যশ-নুসরাত

যশ-নুসরাত

প্রসঙ্গত, নুসরাত-যশের প্রেমচর্চার মাঝে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের রাজনৈতিক লড়াই। পশ্চিমবাংলায় একুশের বিধানসভা ভোটের আগে আচমকাই বিজেপিতে নাম লেখান তৃণমূল সাংসদ নুসরাতের এই বিশেষ বন্ধু। তবে যশ-নুসরাতের বন্ধুত্বটা যে অটুট রয়েছে, কোনও রাজনৈতিক বিরোধ সেখানে কাঁটা হয়ে দাঁড়ায়নি তা কিন্তু বেশ স্পষ্ট।

টলিউড অভিনেতা টলিউড অভিনেত্রী নুসরাত জাহান নুসরাত-যশ যশ দাশগুপ্ত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর