Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে চ্যানেল আইতে নতুন ৭টি সিনেমা


১২ মে ২০২১ ১৯:০১

করোনার ভয়াল থাবায় আতংকিত জনপদ। তবুও থেমে নেই আনন্দ উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে আমাদেরকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকুলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সাতটি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো দেখানো হবে ঈদের সাতদিন প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

বিজ্ঞাপন

যে সাতটি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে, সেগুলি হচ্ছে –

ঈদের দিন ‘আহত ফুলের গল্প’। অন্ত আজাদ নির্মিত এতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুন্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ।

ঈদের ২য় দিন দেখানো হবে ‘তুমি আছো তুমি নাই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ।

ঈদের ৩য় দিন রয়েছে আলোচিত ছবি ‘উনপঞ্চাশ বাতাস’। এ ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, ফারিয়া শামস সেওতি প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

ঈদের ৪র্থ দিন প্রচার হবে ‘অলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান প্রমুখ।

ঈদের ৫ম দিন- ‘কাঠবিড়ালি’। ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। এ ছবিতে অভিনয় করেছেন অর্চিতা স্পশিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, হিন্দোল রায়, শাহরিয়ার ফেরদৌস সজীব, তানজিনা রহমান তাসনিম প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন- বাপ্পী অপু বিশ্বাস জুটির ছবি ‘প্রিয় কমলা’। নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়।

ঈদের ৭ম দিন দেখানো হবে ‘শাটল ট্রেন’। প্রদীপ ঘোষ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক, সাদিয়া আফরো শান্তা প্রমুখ।

চ্যানেল আই চ্যানেল আই-এর ঈদ আয়োজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর