Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭২০ টাকায় বাংলাদেশে ‘রাধে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মে ২০২১ ০৩:২১ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০০

বলিউড সুপারস্টার সালমান খানের ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সারাদুনিয়ায় একসঙ্গে মুক্তি পাচ্ছে ১৩ মে। ঈদ উপলক্ষে ছবিটি একই সঙ্গে সিনেমা হল, ওটিটি প্ল্যাটফর্ম ও স্যাটেলাইটে মুক্তি পাবে। আর ছবিটি বাংলাদেশের দর্শকদের দেখার ব্যবস্থা করে দিচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ।

‘রাধে’ দেখার জন্য বাংলাদেশের দর্শকদের কিনতে হবে ৭২০ টাকার বার্ষিক কম্বো প্যাকেজ। এর সঙ্গে রয়েছে কোন বিজ্ঞাপন ছাড়া বাংলা অরিজিনাল যেমন ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’সহ ১ লাখ ৩০ হাজারের বেশি ঘণ্টার জিফাইভ অরিজিনাল, মুভি, টিভি শো, টিভি চ্যানেল এবং ভিডিও কনটেন্ট।

বিজ্ঞাপন

‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। সাথে রয়েছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা।

ছবিটির কাহিনি আবর্তিত হয় রাধেকে ঘিরে যিনি একজন পুলিশ কর্মকর্তা। যার নিজস্ব পদ্ধতি রয়েছে অপরাধীদের সাথে বোঝাপড়া করার।

সারাবাংলা/এজেডএস

জি ফাইভ রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর