৯ বছর পর ঈদে নীরবের ছবি
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২১ ১৫:০৫ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০০
১১ মে ২০২১ ১৫:০৫ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০০
অনন্য মামুনের পরিচালনায় নীরব অভিনয় করেছেন ‘কসাই’-এ। ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মাত্র ২০ টাকায় দেখা যাবে ছবিটি। এ ছবির মাধ্যমে ৯ বছর পর ঈদে নীরবের কোন ছবি মুক্তি পাচ্ছে।
এর আগে ২০১২ সালের ঈদে নিপুণের সাথে নীরবের ‘তুমি আসবে বলে’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।
নীরব সারাবাংলাকে বলেন, আমাদের ইচ্ছে ছিল সিনেমা হলে মুক্তির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ মুহুর্তে তা সম্ভব হচ্ছে না। তাই মামুন ভাই ছবিটি ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১৭ মার্চ ‘কসাই’ সেন্সর ছাড়পত্র পেয়েছিল।
‘কসাই’ ছবিতে নীরব ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, কাজী নওশাবা আহমেদ, তাসনুভা শিশির, প্রিয়মনি শাহীন মৃধা, রিও প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।
সারাবাংলা/এজেডএস