Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃক্ষনিধণের প্রতিবাদে ‘সবুজহীনতায় মৃত্যুর উপাখ্যান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২১ ০১:১১

বিশ্বের জলবায়ু খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে। আর তা নিয়ে শংকিত বিশ্বের সচেতন মানুষেরা। ঠিক এ সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে কাটা হচ্ছে গাছ সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্মৃতিবিজড়িত উদ্যানটিতে সৌন্দর্য বৃদ্ধির নামে গাছ কাটাকে মেনে নিতে পারেনি দেশের পরিবেশপ্রেমীরা। তাদের সঙ্গে প্রতিবাদে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। প্রতিবাদের অংশ হিসেবে সোমবার (১০ মে) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবাদী পারফার্মিং আর্ট।

বিজ্ঞাপন

তরুণ চলচ্চিত্রকার শাহাদাত রাসএলের পরিকল্পনা ও নির্দেশনায় আয়োজনটির নাম ছিল ‘সবুজহীনতায় মৃত্যুর উপাখ্যান’। এতে যুক্ত ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও মনীষা অর্চি, নাট্যকর্মী আলী আফসার।

এই আয়োজনে সরাসরি পারফর্মেন্সে অংশ নিয়েছেন শাহাদাত রাসএল, কাজী নওশাবা আহমেদ, মনিসা অর্চি, কমল, শিশুশিল্পী প্রকৃতি ও ঊষশী। সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে তাররা মূলত মানুষকে বৃক্ষনিধনে নিরুৎসাহিত ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে কয়েকজন বন্ধুর উদ্যোগে এ আয়োজন।

অভিনয়শিল্পী মনিসা অর্চি বলেন, ‘অরণ্য ধ্বংস করে মূলত সার্বিকভাবেই আমরা একটা ঝুঁকির ভেতর পড়তে যাচ্ছি। করোনার এই সময়টাতে আমাদের সুযোগ এসেছিলো বিষয়টাকে উপলব্ধি করার যে প্রকৃতি বিরুপ হলে তার ফল কতোটা ভয়াবহ হতে পারে। পাশাপাশি অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবার যে ঘটনাগুলো চারপাশে দেখছি এখান থেকেও আমাদের শিক্ষা নেয়া উচিত ছিলো গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আর একারণেই গাছ কাটার মতো মূর্খতা দেখাচ্ছি। আমাদেরকে এই আচরণ ত্যাগ করতেই হবে।’

আয়োজকরা জানান, আপাতত তাদের কোন পরবর্তী পরিকল্পনা নেই। তারা বলেন, আমরা তো কোন প্রতিষ্ঠান না। তবে সচেতন মানুষ হিসেবে আমাদের দায় আছে প্রকৃতির প্রতি আঘাত এলে তার প্রতিবাদ করার। আমরা সেটা প্রয়োজন হলে অবশ্যই করবো।

সারাবাংলা/এজেডএস

কাজী নওশাবা আহমেদ শাহাদাত রাসএল সবুজহীনতায় মৃত্যুর উপাখ্যান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর