Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তের খেলায় অপূর্ব-মেহজাবীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ মে ২০২১ ১৫:৫২

ছোট পর্দায় রোমান্টিক নায়ক হিসেবে জুড়ি নেই জিয়াউল ফারুক অপূর্বর। তার সঙ্গে যদি জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তাহলে আর কথাই নেই। হ্যাঁ, তেমনটি হয়েছে নির্মাতা মাহমুদুর রহমান হিমির ‘ব্লাড’ শিরোনামের একটি নাটকে।

তবে অপূর্ব-মেহজাবীন জুটির এই নাটকটি শুধু রোমান্টিক গল্পের নাটক বলতে নারাজ নির্মাতা হিমি। তার মতে, ‘এই নাটকে রোমান্টিক গল্পের মধ্যে অ্যাকশন থ্রিলারের ফিল পাবে দর্শক। নাম দেখেই যেটা কিছুটা অনুমান করা যাচ্ছে হয়তো। কিন্তু গল্প নিয়ে এখনই কিছুই বলা যাবে না। তবে যেটুকু বলা যাবে সেটুকু হচ্ছে, দর্শক এই গল্প আগে থেকে অনুমান করতে পারবে না, চমক থাকবে গল্প বলার কৌশলে।’

বিজ্ঞাপন

নাটকটি প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘ঈদে এবার অল্প কয়েকটি নাটক আসছে। যার মধ্যে এটির গল্প দর্শকের বসিয়ে রাখবে বলে আমি মনে করছি। বাকীটা দর্শক দেখে তারপর জানাবেন।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ভালো ভালো গল্পে কাজ দর্শকের উপহার দিতে সবসময় ভালো লাগে। আশা করছি, এই নাটকের গল্প দর্শক পছন্দ করবেন।’

প্রত্যয় হাসানের রচনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, বাশার বাপ্পী, রুকাইয়া জাহান চমকসহ অনেকেই। ঈদের তৃতীয় দিন ঈগল প্রিমিয়ার স্টেশনে ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব মেহজাবীন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর