Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ নাটক ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মে ২০২১ ১৪:৫৫

ঈদ উপলক্ষ্যে নির্মিত হয়েছে একক নাটক ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’। নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল। পরিচালনা করেছেন দেবব্রত রনি।

‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’-এর প্রধান চরিত্রে অভিনয়ে নিলয়, সারিকা প্রমুখ। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন সন্ধ্যা ৬ টায়।

নাটকের গল্পে দেখা যায়, সুন্দরী অনি ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে নতুন নতুন ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে। এরপর ফেসুবকে নিজের জন্মদিন পরিবর্তন করে কাছাকাছি একটা তারিখ দেয়। জন্মদিন উপলক্ষে ছেলেরা তার জন্য গিফট নিয়ে আসে। গিফট নেয়ার পর তাকে ব্লক করে দেয়। একের পর এক ছেলের সাথে এই কাজ করতে থাকে সে। রনির দুই বন্ধুর সাথে এমন করার পর রনি বিষয়টা আমলে নেয়। অনির পিছু নিয়ে তাকে একটা শিক্ষা দেয়ার চেষ্টা করে। কিন্তু রনি যখন দেখে অনি গিফটগুলো নিয়ে পথশিশুদের দেয় তখন তার ধারণা বদলে যায়। অনির সাথে নিজে থেকে পরিচিত হয়। এরপর নিয়মিত যোগাযোগ করে। রনিও অসহায় মানুষদের জন্য কিছু করতে চায়। একসঙ্গে কাজ করতে গিয়ে রনির প্রতি দুর্বল হয় অনি। একদিন হঠাৎ অনি দেখে রনি তাকে ফেসবুকে ব্লক করে দিয়েছে। ফোনেও পায় না তাকে। খুব কষ্ট পায় অনি।

সারাবাংলা/এজেডএস

ঈদ নাটক গার্লফ্রেন্ড শুধু গিফট চায় নিলয় সারিকা

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর