মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’
৬ মে ২০২১ ১৬:৩৩ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০১
২০১৯-এ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছিল ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। মনোজ বাজপেয়ী অভিনীত এই থ্রিলার ওয়েব সিরিজটি আন্ডারকভার সন্ত্রাসদমন শাখার প্রধান শ্রীকান্ত তিওয়ারির গল্প বলে। অ্যাকশনপ্যাক সিকুয়েন্স নয়, এই সিরিজের ভিতর লুকিয়ে থাকা অনুভূতিটাই নাড়িয়ে দিয়েছিল দর্শকদের। এই ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে এতটাই সাড়া ফেলেছিল যে, কবে আসবে ছবির পরবর্তী সিজন তাই নিয়েই প্রশ্ন উঠেছিল তখন থেকেই। বলা যায়, সিরিজের বাস্তবধর্মী ট্রিটমেন্টই যেন ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর অন্যতম ইউএসপি।
আমাজন প্রাইমের দু’টি ওয়েব সিরিজ ‘তান্ডব’ ও ‘মির্জাপুর’ ঘিরে তৈরি হওয়া একাধিক বিতর্ক ও পুলিশি মামলা দায়ের করার দরুণ পিছিয়ে দেওয়া হয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর এই দ্বিতীয় সিজনের রিলিজ। তবে শেষপর্যন্ত মুক্তি পেতে চলেছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। ভারতীয় সংবাদমাধ্যমের খবর জুন মাসেই মুক্তি পাবে এই সিরিজ। জানা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ রিলিজের জন্য একেবারে তৈরি। আগামী জুন মাসেই স্ট্রিমিং শুরু হয়ে যেতে পারে এই ছবির।
এ প্রসঙ্গে ছবির পরিচালক জুটি রাজি-ডিকে জানিয়েছেন, ‘আমরা জানি দর্শকের দল এই ছবির জন্য দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তার জন্য কৃতজ্ঞ আমরা। ফ্যামিলি ম্যান এর সিজন ২-ও যেন দর্শকদের ভালো লাগে তার জন্য সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেছি। গরমের শেষেই মুক্তি পেতে চলছে সিজন-২। আশা করি আপনাদের ভালো লাগবে।’
১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্যা ফ্যামিলিম্যান’-এর ট্রেলার। তবে সেটি মুক্তি পায়নি। এরপর থেকে গুঞ্জন শুরু হয়ে যায় মুক্তি স্থগিত হচ্ছে এই সিরিজের। যদিও দমে না গিয়ে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, ‘এই সিরিজের অভিনেতা হিসাবে আমি এখনও জানি না কী কারণে পিছিয়ে যাচ্ছে মুক্তি, তবে আমি আমাজনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি, আমাজন শোয়ের জন্য যেটা সঠিক ও সেরা, সেটাই করবে। আমি শুধু এটাই বলব, যখনই আসবে তখনই ধামাকা সঙ্গে নিয়ে আসবে।’
অ্যামাজন প্রাইম ভিডিও দ্য ফ্যামিলি ম্যান ২ মনোজ বাজপেয়ী মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’