Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ঈদের গান ‘এলো খুশির ঈদ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মে ২০২১ ২৩:২৩

আমাদের দেশে ঈদ আসলে গান প্রকাশের হিড়িক পড়ে যায়। কিন্তু সে অর্থে ঈদকে নিয়ে কেউ খুব একটা গান করেন না। তবে এহার ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হলো ঈদের গান ‘এলো খুশির ঈদ’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন একঝাক শিল্পী— কাজী শুভ, শিপলু, পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম। গানটির ভিডিও প্রকাশিত হয়েছে ডি আই এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে।

গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন  আহমেদ সজীব। গানটির ভিডিও পরিচালনা করেছেন গাজী শাহজাহান।

গানটির প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গানটির কথা ও সুর অসাধারণ হয়েছে। সেই সাথে তাল মিলিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে  দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করছি এলো খুশির ঈদ গানটি সারাজীবন মানুষের মনে স্থান নিয়ে থাকবে।। গানটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

সারাবাংলা/এজেডএস

ঈদের গান এলো খুশির ঈদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর