শুধু টুইটার নয়, বলিউডেও কাজ হারালেন কঙ্গনা
৫ মে ২০২১ ১৯:৫২ | আপডেট: ৫ মে ২০২১ ১৯:৫৩
পশ্চিমবাংলায় ভোটের রায় প্রকাশের আগে থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার ‘বিষোদগার’ করছিলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াত। ফলাফল ঘোষণার পর পশ্চিমবাংলায় হিংসা ছড়িয়ে পড়ার অভিযোগ তুলে একের পর এক পোস্টও করেছিলেন। এমনকী মোদিকে বাংলা ‘সামলানো’র আর্জিও জানিয়েছিলেন তিনি। তারপর পরই বিতর্কিত মন্তব্য করার দায়ে সাসপেন্ড করা হয় বলিউড অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্টটি। সঙ্গে বিবৃতি দিয়ে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্যুইটার ব্যবহারের কোনও শর্তাবলীই মানছিলেন না কঙ্গনা। বিদ্বেষমূলক মন্তব্যের জন্যই তার ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। আর এই ঘটনার পরেই বলিউডের দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সরাসরি জানিয়েছেন তারা কঙ্গনার সঙ্গে আর কোনও ব্যবসায়িক সম্পর্ক রাখবে না।
নেটদুনিয়ায় চরম নিন্দিত হওয়ার কারণে অভিনেত্রীর সঙ্গে জোট বেঁধে কোনও কাজ করতে অস্বীকার করেছেন আনন্দ ভূষণ ও রিমঝিম ডাদু নামের বলিউডের দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার। শুধু তাই নয়, একধাপ এগিয়ে নেটমাধ্যমে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি তারা আরও বলেছেন যে, এতদিন পর্যন্ত কঙ্গনার সঙ্গে থাকা সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার আনন্দভূষণ লিখেছেন, ‘এই ঘটনার পর আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে কঙ্গনা সম্পর্কিত সমস্ত কিছু আমরা মুছে দিচ্ছি। সরিয়ে ফেলছি। ভবিষ্যতেও তার সঙ্গে যে কোনওরকম সম্পর্ক রাখা হবে না, আমাদের সংস্থার পক্ষ থেকে সে ব্যাপারেও কথা দেওয়া হচ্ছে। কারণ বরাবরই আমাদের সংস্থা বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধী!’
একই ভাবে কঙ্গনার সঙ্গে নিজের একটি পুরোনো ছবি পোস্ট করে বলিউডের আরেক প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রিমিঝিম লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নিতে কখনওই দেরি হয়নি। কঙ্গনা সম্পর্কিত সমস্ত পোস্ট এইমুহূর্ত থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও ওর সঙ্গে জোট বেঁধে কোনওরকম কাজ করা হবে না।’ আনন্দ ও রিমঝিমের এই পদক্ষেপের প্রশংসা করে নেটমাধ্যমে স্বাগত জানিয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, সোমবার (৩ মে) রাতে পশ্চিমবাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে বিতর্কিত টুইটের কারনেই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। টুইটারে নিয়মবিধি ভঙ্গ করে, সেই টুইটে হিংসা ছড়ানোর বার্তা দেন এই অভিনেত্রী। বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর এক টুইটের প্রেক্ষিতে কঙ্গনা হিংসায় প্ররোচনা দিয়ে লেখেন- ‘এটা ভয়ঙ্কর… গুন্ডাগিরি মেরে ফেলার জন্য আমাদের সুপার গুন্ডাগিরির প্রয়োজন… তিনি (মমতা) শেকলহীন দানবের মতো, তাকে দমন করার জন্য দয়া করে ২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান মোদিজী।’
কঙ্গনা রানাওয়াত টুইটার পশ্চিমবঙ্গ নির্বাচন বলিউড অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়