Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরেছেন ভোটে, এবার কু-প্রস্তাবের অভিযোগে ফাঁসলেন রুদ্রনীল


৫ মে ২০২১ ১৬:১৬

অনুষ্ঠিত হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে ২৯৪টি আসনের মধ্যে ২০৯টি জয় পেয়েছে দলটি। তবে এবারের নির্বাচনে সবার নজর ছিল টলিউডের তারকাদের দিকে। যারা ভোটের আগে কেউ যোগ দিয়েছিলেন তৃণমূলে, কেউ বিজেপিতে। যার ফলে লড়াইটা ছিল তারকা বনাম তারকা। ভোট শেষে দেখা গেল, জয়ের তালিকায় তৃনমূল তারকা প্রার্থীর সংখ্যাই বেশি। বিজেপির মাত্র দু’জন তারকা প্রার্থী জয় পেয়েছেন এবারের নির্বাচনে। বরঞ্চ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন বিজেপি একাধিক সেলিব্রিটি ক্যান্ডিডেট। তারমধ্যে অন্যতম টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। যিনি নির্বাচনের আগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন পশ্চিমবাংলার ভবানীপুর আসনে। কিন্তু প্রচুর ভোটে হেরেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়! ভোটে চুড়ান্ত পরাজয়ের পরও আবার আলোচনায় অভিনেতা রুদ্রনীল। এবার এই অভিনেতা তথা রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিলেন নীলাঞ্জনা পাণ্ডে নামে এক তরুণী। ওই পোস্টের মাধ্যমে তরুণীটির দাবি, কয়েক বছর আগে রুদ্রনীল ঘোষের কু-প্রস্তাব না মানায় তাকে অভিনেতার প্রোডাকশন হাউজ থেকে বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি তার কাজের প্রাপ্য টাকাও দেওয়া হয়নি। এরপর সরাসরি ওই পোস্টে রুদ্রনীলের উদ্দেশে অভিযুক্তকারিণীর তোপ, ‘তুমি হেরেছ বলে তোমার শহর হাওড়া গর্বিত, আনন্দিত। তোমার শহর হাওড়াও তোমাকে তার সন্তান বলতে ঘৃণা বোধ করে।’

বিজ্ঞাপন
ফেসবুকে রুদ্রনীলের বিরুদ্ধে নীলাঞ্জনা পাণ্ডের দেওয়া পোস্ট

ফেসবুকে রুদ্রনীলের বিরুদ্ধে নীলাঞ্জনা পাণ্ডের দেওয়া পোস্ট

ওই পোস্টে কড়া ভাষায় রুদ্রনীলের উদ্দেশ্যে তরুণীটি আরও লিখেছেন, ‘আজ রুদ্রনীল ঘোষ পরাজিত। রুদ্রনীলের পতনের সবে শুরু হয়েছে। এই পোস্টের কথা জানার পর তুমি সাইবার ক্রাইম সেলে যাও, আমার বিরুদ্ধে মামলা করো, আমি সেসবের পরোয়া করি না। কিন্তু মনে রেখো, এই তোমার পতনের শুরু।’

কেন এতদিন পর রুদ্রনীলের বিরুদ্ধে এই অভিযোগ আনছেন? কেন আগে মুখ খোলেননি তিনি? এই প্রশ্নেরও জবাব দিয়েছেন তরুণী নিজেই। ফেসবুকে লিখেছেন, ‘আজ প্রশ্ন উঠতে পারে কেন এতদিন ন্যায়বিচার চাইনি? সেদিন ভয় পাইনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিউকামার ছিলাম, তাই কিভাবে এগোতে হবে জানতাম না। ঘৃণাবশতঃ রুদ্র-র নোংরা মেসেজ মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিলাম। ফলে প্রমাণ ছিল না।’

নিজের বক্তব্যের শেষে তরুণীটি লিখেছেন, ‘প্রকৃত পুরুষ সে, যে নারীত্বকে সম্মান প্রদর্শন করে। রুদ্রনীলের পতনের সবে শুরু হয়েছে। রুদ্রনীল যদি এই পোস্ট দেখে বা তাকে যদি আমার পরিচিত কেউ এই পোস্ট সম্পর্কে বলে, তাহলে আমিও শুনতে চাই রুদ্রনীল কিভাবে নিজেকে রক্ষা করার জন্য সাফাই দেবে। এই পোস্টে আজ আমি কাউকে ট‍্যাগ করব না।’

এদিকে এখনও পর্যন্ত এই অভিযোগের ব্যাপারে পাল্টা কোনও মন্তব্য করেননি অভিনেতা রুদ্রনীল ঘোষ।

অভিনেতা রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গ নির্বাচন বিজেপি প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর