Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাত নীরব ও বিদেশ ফেরত মিথিলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মে ২০২১ ১৫:২৭

নীরব ও মিথিলা ‘অমানুষ’ নামক একটি ছবিতে অভিনয় করেছেন এ কথা সকলের জানা। এতদিন জানা যায়নি তারা কী ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার জানা গেল নীরকে ছবিটিতে একজন ডাকাত এবং মিথিলাকে একজন বিদেশফেরৎ বাংলাদেশির চরিত্রে দেখা যাবে।

অনন্য মামুন পরিচালিত ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্টের কাজ।

নীরব বলেন, ছবিতে আমি একজন বনদস্যু। বলতে পারেন জঙ্গলেই আমার বাস। আর মিথিলা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করতে যান জঙ্গলে। সেখানে ঘটনা চক্রে সে আমার হাতে আটক হয়।

‘অমানুষ’ ছবিতে আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, নওশাবা, আনন্দ খালেদ প্রমুখ।

এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম পোস্টার। সেখানে গন জঙ্গলের সামনে ডাকাত রূপে নীরব এবং তার পিছনে পিস্তল নিয়ে উঁকি দিচ্ছেন মিথিলা। তাদের পিছন থেকে আলোর ঝলকানি। পোস্টারে স্পষ্ট তাদের গল্পটি প্রেম কিংবা বনদস্যু ঘরানার।

সারাবাংলা/এজেডএস

অমানুষ নীরব মিথিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর