Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপরিবারে করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন


৫ মে ২০২১ ১৫:১০

সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকার বাবা তথা ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। একইসাথে করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল দীপিকার মা ও বোনেরও। বিভিন্ন সুত্রে ভারতীয় গণমাধ্যম গুলো জানিয়েছে, এবার দীপিকা নিজেও করোনা সংক্রমিত। জানা গেছে, এই মূহূর্তে মা-বোনের সঙ্গে বেঙ্গালুরুর বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দীপিকা।

বিজ্ঞাপন

এর আগে, পাড়ুকোন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার পিটিআইকে জানিয়েছেন, প্রায় দশ দিন আগে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও ছোট বোন অনিশার শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে দীপিকার বাবা বর্তমানে সুস্থ। তার সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। আশা করা যায় আগামী দু-তিন দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে।

যদিও করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে পরিবারের তরফে এখনও কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। রণবীর সিং-এর করোনা রিপোর্ট নিয়েও কোনও তথ্য মেলেনি। কিছুদিন আগে মুম্বাইয়ে ১৫ দিনের লকডাউন শুরুর ঠিক আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে মুম্বাই থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন দীপিকা ও রণবীর।

করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন করোনা আক্রান্ত বলিউড দীপিকা পাডুকোন রণবীর সিং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর