Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরফিন রুমীর ইসলামিক গান ‘তোমার ধ্যান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ মে ২০২১ ১৫:১৮

জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরফিন রুমী এবারের রমযান উপলক্ষে ‘রামাদান’ ও ‘নামাজের বেলা যায়’ নামে তিনটি ইসলামিক গান প্রকাশ করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। সে ধারাবাহিকতায় এবার প্রকাশ করলেন তৃতীয় ইসলামিক গান ‘তোমার ধ্যান’।

সব কয়টি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর কথা ও সুর করেছেন রুমী নিজে।

গানগুলো নিয়ে রুমী বলেন, ‘ইসলামি গান করতে আমার সবসময়ই ভালো লাগে। ‘নামাজের বেলা যায়’ গানটিতে নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ‘রামাদান’-এ রোজার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। আর ‘তোমার ধ্যান’-এ রাসূলকে (সাঃ) স্মরণ করা হয়েছে। আল্লাহ ও রাসুলের প্রতি ভক্তির জায়গা থেকেই গানগুলো করা। শ্রোতাদে রেসপন্স দেখে ভালো লাগছে।’

রুমি আরও জানান, চলতি বছর এ পর্যন্ত তিনটি আধুনিক গান প্রকাশ করেছেন তিনি। এগুলো হলো-‘আমার জীবন’, ‘প্রাণ পাখি’ এবং ‘তোমাকে চায় মন’। সামনে প্রকাশের জন্য আরও কিছু নতুন গান বাঁধছেন বলেও জানান অনেক জনপ্রিয় গানের এই শিল্পী।

সারাবাংলা/এজেডএস

আরফিন রুমী তোমার ধ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর