Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি, মন্তব্য কঙ্গনার


২ মে ২০২১ ১৯:৪৭

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে ২৯৪টি আসনের মধ্যে ২০৯টি জয় পেয়েছে দলটি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তার জয় নিশ্চিত করেছেন। এমন পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি আর রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যাখ্যা করলেন তিনি। শুধু তাই নয় পশ্চিমবাংলাকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করলেন কঙ্গনা।

বিজ্ঞাপন

রবিবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা লিখলেন, ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।” এই লেখার পরই ‘ইলেকশন ২০২১’ হ্যাশট্যাগ দেন।

https://twitter.com/KanganaTeam/status/1388758033493204995

উল্লেখ্য, এর আগে মুম্বাইকে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন কঙ্গনা। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের রোষের মুখেও পড়তে হয়েছিল তাকে, এবার বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী।
এখানেই থেমে থাকেননি কঙ্গনা, তুলনামূলকভাবে ২০১৬-র বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপি অসাধারণ ফল করেছে সেটাও জানান অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার আরেকটি পোস্টে ‘এনআরসি, সিএএ-র আবহে সংখ্যালঘুরাই বাংলায় সংখ্যাগরিষ্ঠ। তবে মোদীজি এবং অমিতজির মধ্যে অসাধারণ প্যাশন রয়েছে, তাদের কাজের যতই প্রশংসা করা হোক না কেন তা কম’, লেখেন কঙ্গনা।

এদিন একটি মিমও নিজের টুইটারের দেওয়ালে শেয়ার করেন কঙ্গনা। তৃণমূল শিবিরকে হায়নার সঙ্গে তুলনা করে মোদীকে সিংহ আখ্যা দেন অভিনেত্রী। লেখেন- আজ ময়দানে হায়নাদের দিন, তবে সিংহ নিজের দমে লড়াইয়ে ফিরে আসবে মনে করিয়ে দেন কঙ্গনা।

https://twitter.com/KanganaTeam/status/1388794768558231554

প্রসঙ্গত, বিতর্ক আর কঙ্গনা যেন হাত ধরাধরি করে চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার পোস্ট গুলি যে বিতর্কের কেন্দ্রবিন্দু। তার বহু পোস্টেই বিতর্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত। পাসাপাশি নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। এমন কি দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নিয়েছিলেন কঙ্গনা। এবার তেমনই এক বিস্ফোরক পোস্ট দিলেন এই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’।

বিজ্ঞাপন

কঙ্গনা রানাওয়াত ভারতে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর