Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ নাটকে মিম-অপূর্ব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ মে ২০২১ ২১:৩৯

ঈদ উপলক্ষ্যে বিভিন্ন চ্যানেল আয়োজন করছে বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠান। নাগরিক টিভিও তার ব্যতিক্রম নয়। তাদের ঈদ আয়োজনে দেখা তারকা অভিনয়শিল্পীদের অভিনীত একগুচ্ছ একক নাাটক। নাটকগুলোতে অভিনয় করেছেন দেশের মিম, অপূর্ব, তৌসিফ ও মেহজাবীনদের মত জনপ্রিয় তারকারা।

সিনেমা নিয়ে পুরোপুরি ব্যস্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমকে ঈদে দেখা যাবে নাগরিকের পর্দায়। বিশেষ এ আয়োজনে থাকছে অপূর্ব-মেহজাবীন জুটির নাটক। দেখা যাবে তারকা দম্পতি শাওন-টয়া জুটিরও নাটক। আকর্ষণীয় গল্পের তারকাসমৃদ্ধ এ নাটকগুলো নাগরিকে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে।

বিজ্ঞাপন

এগুলোর মধ্যে ঈদের দিন প্রচার হবে বিশেষ নাটক ‘ভাই এক প্রেমিক মাস্তান’। অপুর্ব-মেহজাবিন অভিনীত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। ঈদের ২য় দিন প্রচার হবে নাটক ‘যে ছিল আমার’। এতে অভিনয় করেছেন তৌসিফ-সাফা কবির। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান।

ঈদের ৩য় দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘খুনসুটি প্রেম’। এতে অভিনয় করেছেন টয়া-শাওন। আব্দুল্লা আল মুক্তাদিরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। ঈদের ৪র্থ দিন প্রচার হবে নাটক ‘উইল ইউ ম্যারি মি। এতে অভিনয় করেছেন তৌসিফ-ফারিন।

ঈদের ৫ম দিন প্রচার হবে বিশেষ নাটক ‘বিয়ে হবে কী’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ-তানজিন তিশা। ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘দুষ্টু মিষ্টি প্রেম’। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম-নাইম।

সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান। ঈদের ৭ম দিন প্রচার হবে নাটক ‘পেইন গেষ্ট’। এতে অভিনয় করেছেন তৌসিফ ও সারিকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অপূর্ব ঈদ নাটক মিম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর