Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ‘গান ইন ফান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ মে ২০২১ ১৩:২১

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এটিএন বাংলা আয়োজন করছে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠামালা। এতে থাকছে নাটক, টেলিফিল্ম, সিনেমা, সঙ্গীতানুষ্ঠান। বিশেষ দিনের এই আয়োজনে প্রচার হবে গান নিয়ে ব্যতিক্রমী ফান শো ‘গান ইন ফান’।

অনুষ্ঠানে থাকবে জনপ্রিয় গানের ভিন্ন আঙ্গিকের পরিবেশনা। দুই পর্বের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, কর্ণিয়া, পারভেজ, জি বাংলার সারেগামাপাখ্যাত সঙ্গীত শিল্পী অবন্তি, আতিক ও কৌতুক অভিনেতা কাজল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীরাক্কেলখ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। তিনি বলেন, অনুষ্ঠানটিতে গান শোনার পাশাপাশি আমরা দর্শক-শ্রোতাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আশা করছি সবার ভালো লাগবে অনুষ্ঠানটি।

‘গান ইন ফান’ প্রচার হবে ঈদের দিন ও পরের দিন সন্ধ্যা ৫ টা ৫০মিনিটে এটিএন বাংলায়।

সারাবাংলা/এজেডএস

এটিএন বাংলা গান ইন ফান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর