Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়ক হচ্ছে না মান্নার ছেলে!


২৬ নভেম্বর ২০১৭ ১৩:১২

স্টাফ করেসপন্ডেন্ট

ছোটবেলায় কেউ যখন তাকে বাবার নাম জিজ্ঞেস করতো, তার উত্তর হতো- ‘এস এম আসলাম তালুকদার’। ‘মান্না’ শব্দটা সে কম বলতে চাইতো। ‘নায়ক’ নয়, বাবার পরিচয় সে দিতো ‘মুভি অ্যাক্টর’ হিসেবে। সিনেমার প্রতি একেবারেই আগ্রহ ছিলো না নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতেমাসের। তবে মান্না যখন বাড়ির বাইরে থাকতেন, তখন অন্যান্যদেরকে সিনেমায় বাবার হাঁটাচলা-পোশাক পরা-ফাইট করা নকল করে দেখাতো সে।

বিজ্ঞাপন

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মান্না আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই বয়সে বাবার অনুপস্থিতি সিয়ামের আগ্রহকে বদলে দিয়েছে। বড় হতে হতে ক্রমেই সে ঝুঁকেছে সিনেমার দিকে। চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সান্টা মনিকা কলেজে, ফিল্ম অ্যান্ড টিভি প্রডাকশনে। তার ইচ্ছে ভবিষ্যতে চলচ্চিত্রে নির্মাণে আসার।
বেশ কিছু দিন ধরে মান্নাপুত্র সিয়ামের নাম বেশি করে আলোচনায় আসছে। গুঞ্জন উঠেছে, মালেক আফসারীর ‘এই ঘর এই সংসার’-এর রিমেকে অভিনয় করবেন সিয়াম। তবে সারাবাংলা ডট নেটকে মালেক আফসারী জানাচ্ছেন, সিয়ামকে নিয়ে তার চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে যদিও কিন্তু সেটা বাস্তব হয়ে ওঠার সম্ভাবনা এখনও তৈরি হয়নি। এমনকি ‘এই ঘর এই সংসার’ রিমেক করার সিদ্ধান্তটিও এখনো চুড়ান্ত নয়।

মালেক আফসারী যার কাছে সিয়ামকে নায়ক করার প্রস্তাব রেখেছিলেন সেই শেলী আজাদ, মান্নার স্ত্রী, বলছেন- ‘সিয়ামের নায়ক হওয়ার ইচ্ছে নেই। ও ছবি বানাতে চায়। এখন চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছে। শেষ হতে আরও বছর কয়েক লাগবে।’ এ নিয়ে অবশ্য সিয়ামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে মান্নার প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র দীর্ঘ বছর পর আবার সক্রিয় হচ্ছে। জায়েদ খান-পরীমনির ‘অন্তরজ্বলা’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। মান্নাকে উৎসর্গ করে ছবিটি নির্মাণ করেছেন মান্নার বহু দর্শকপ্রিয় ছবির পরিচালক মালেক আফসারী।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭

মান্না সিয়াম ইলতেমাস