Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশিত হল জয়ের ‘ভালোবাসার বাজি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ মে ২০২১ ১৩:০৯

ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী জয়ের নতুন গান ‘ভালোবাসার বাজি’। গানটি শোনা ও দেখা যাচ্ছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে।

‘ভালবাসার বাজি’ গানের কথা লিখেছেন গৌতম রায়। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী জয় ও সুস্মিতা সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন খোকন কর্মকার। মানিকগঞ্জের জমিদার বাড়িতে ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে।

নতুন এ গান নিয়ে জয় বলেন, ‘ প্রকাশের পর থেকে এই অল্প সময়েই গানটির জন্য বেশ ভাল সাড়া পাচ্ছি। গানের সুন্দর কথাগুলো আমাকে টেনেছিল। রাজেশ ভাইয়ের সুর ও সঙ্গীতে চমৎকার একটি গান হয়েছে। বিশেষ করে এটি সরল কথার গান। এছাড়া গানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ভিডিও। পুরো টিম চেষ্টা করেছি একটা ভালো গান উপহার দিতে। আশা রাখি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।’

এই গানের গানের গীতিকার গৌতম রায় বলেন, ‘আসলে করোনাকালীন সময়ে মানুষকে একটু আনন্দ দিতে এই গানটি লেখা, গান আমরা সবাই কম-বেশি শুনি। গান অসুস্থ মানুষকে সুস্থ করতে তুলতে পারে।’

রাজেশ ঘোষ বলেন, ‘ভালবাসার বাজি এটা খুব একটি রোমান্টিক গান, গানের গীতিকার চমৎকার করে তার মনেরমতো করে গানের কথাগুলো সাজিয়েছেন, আর আমি চেষ্টা করেছি সাধ্যমতো সুর ও কম্পোজিশন করার, কেমন করতে পেরেছি সেটা দর্শক-শ্রোতারা শুনে এবং দেখে বলতে পারবেন।’

সারাবাংলা/এজেডএস

জয় ভালোবাসার বাজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর