Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লোয়ির অস্কার জয়ের খবর নিষিদ্ধ তার দেশ চীনে


২৮ এপ্রিল ২০২১ ১২:১৭

অস্কারের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হলেন কোনো নারী পরিচালক। এক দশক পর এবারের আসরে দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালক হন চীনা নাগরিক ক্লোয়ি ঝাও। ৯৩তম এই আসরে ‘নোম্যাডল্যান্ড’ সিনেমার জন্য হয়েছেন সেরা পরিচালক। কিন্তু কী দুর্ভাগ্য! ক্লোয়ি ঝাও-এর এই ঐতিহাসিক সাফল্য নিয়ে যখন উচ্ছ্বাসে ভাসছে গোটা এশিয়া। তার নামে ধন্য ধন্য রব উঠেছে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমে। অথচ এই বিরাট সাফল্যের খবরটা পৌঁছায়নি তার দেশের নাগরিকদের কাছে। চীনের সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি এই খবর!

বিজ্ঞাপন

চীনের সংবাদমাধ্যম রাষ্ট্র নিয়ন্ত্রিত। সোমবার চীনের সংবাদ এজেন্সি জিনহুয়া, জাতীয় ব্রডকাস্টার সিসিটিভি এবং কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি-তে একটা শব্দও খরচ করা হয়নি ক্লোয়ি ঝাও-কে নিয়ে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই সম্পর্কিত সমস্ত পোস্ট ব্লক হয়েছে। এমনকি অস্কারের লাইভ স্ট্রিমিং যাতে virtual private network বা VPN-এর মাধ্যমেও দেখা না যায় তা নিশ্চিত করেছিল বেজিং।

কিন্তু কেন এই পরিচালকের উপর ক্ষেপেছেন চীন সরকার? জানা যায়, মাস খানেক আগেই ক্লোয়ির এক পুরোনো ইন্টারভিউ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল চীনে। ২০১৩ সালের সেই সাক্ষাৎকারে ক্লোয়ি বলেছিলেন ‘চীন এমন একটা দেশ, যেখানে সবর্ত্রই মিথ্যা চোখে পড়বে’। যদিও ক্লোয়ি সেই বিতর্কের সাফাই দিয়ে বলেন তার মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে। কিন্তু এই সাফাইতে মন গলেনি চীন সরকারের।

প্রসঙ্গত, জন্মসূত্রে চীনা ক্লোয়ি ১৫ বছর বয়সে ইংল্যান্ডে যান উচ্চশিক্ষার জন্য, এরপর আমেরিকা পাড়ি দেন। সেখানেই ইন্ডিপেনডেন্ট পরিচালক হিসেবে ছবি বানান তিনি। উল্লেখ্য, অস্কার জয়ের পর মঞ্চে বক্তব্য রাখবার সময়েও চীনের নাম শোনা যায়নি ক্লোয়ির মুখে।

৯৩তম অস্কার ক্লোয়ি ঝাও