Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছরে দুই থেকে তিন হচ্ছেন নাবিলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৫:০০

এ মাসের শুরুতে ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা জানান তিনি মা হতে চলেছেন। অনাগত সন্তানকে নিয়ে তার রয়েছে নানান পরিকল্পনা। মজার ব্যাপার হচ্ছে এ বছরেই বিয়ের তিন বছর হলো নাবিলার। সোমবার (২৬ এপ্রিল) নাবিলার তৃতীয় বিবাহ বার্ষিকী।

এ দিন বেবি বাম্প নিয়ে স্বামী জোবাইদুল হকের সঙ্গে একটি ছবি ফেসবুকে দিয়েছেন নাবিলা। যেখানে তারা দুজনেই হাসি মুখে রয়েছেন। দুজনেই এক হাত দিয়ে তিন দেখাচ্ছেন। আর সে ছবির ক্যাপশনে নাবিলা লিখেছেন, ‘আমাদের তিনে পরিণত হওয়ার তৃতীয় বছর!!! আমাদের জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

অর্থাৎ এতদিন ছিলেন নাবিলা ও জোবাইদুল। এখন আর কিছুদিন পরে তাদের সঙ্গে যুক্ত হবে ফুটফুটে এক শিশু। যে শিশু তাদের ঘর জুড়ে খেলা করবে। যার হাসি তাদের হাসাবে, কান্না তাদের বিচলিত করবে।

গত ১ এপ্রিল নিজের অনাগত সন্তানের খবরটি জানিয়ে নাবিলা বলেছিলেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

‘আয়নাবাজি’খ্যাত এই তারকা বলেন, ‘ছেলে না মেয়ে হবে- এ বিষয়টি আমরা এখনো পরীক্ষা করাইনি। আমার স্বামী চাচ্ছেন, এটি আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে আসুক। চিকিৎসক বলেছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে সন্তান পৃথিবীর আলো দেখবে। তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’

সারাবাংলা/এজেডএস

তৃতীয় বিবাহবার্ষিকী নাবিলা মা হচ্ছেন নাবিলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর