ঈদে টিভিতে শাকিব খানের ‘বীর’
২৬ এপ্রিল ২০২১ ১৪:০৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৪:৪২
গত বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘বীর’। এটি কাজী হায়াতের পঞ্চাশতম পরিচালনা। ছবিটি এবারের ঈদে দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে। দীপ্তর ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন ছবিটি প্রচার করা হবে।
ছবিটি নিয়ে পরিচালক কাজী হায়াৎ গত বছর বলেছিলেন, “আমার পরিচালনা জীবনের ৫০তম ছবি, স্বপ্নের প্রজেক্ট হলো ‘বীর’। দীর্ঘসময় নিয়ে ছবিটির গল্প ও সংলাপ লিখেছি। গবেষণা করে কাজটি করেছি। দর্শকের কাছেও যাতে ছবিটি বিশেষ হয়ে থাকে, সেভাবেই কাজটি করছি। আমার দীর্ঘ সিনেমা জীবনের গুরুত্বপূর্ণ একটা সিনেমা হবে এটি।”
‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন শবনম বুবলি। আর ভিলেন হিসেবে দেখা মেলে মিশা সওদাগরের।
ব্যবসায়িক বিচারে শাকিবের অন্য হিট ছবির সঙ্গে তুল্য না হলেও করোনার মন্দা বছর হিসেবে বক্স অফিস থেকে সবচেয়ে বেশি টাকা তুলে আনে ‘বীর’।
এ দিকে সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘অন্তরাত্মা’র । ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
সারাবাংলা/এজেডএস