Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ টেলিফিল্ম নিয়ে চ্যানেল আই-এর ঈদ আয়োজন


২৪ এপ্রিল ২০২১ ১৫:৩১

করোনার ভয়াল থাবায় আতংকিত জনপদ। তবুও থেমে নেই আনন্দ উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে আমাদেরকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকুলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম। প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত।

বিজ্ঞাপন

ঈদের দিন থাকছে টেলিফিল্ম ‘তোমার টানে’। সাইফুর রহমান কাজল-এর রচনা এবং নাজমুল রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘অপহরণ’। সঞ্জয় সমাদ্দারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদ প্রমুখ।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’। রচনা সোহেল আরমান ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ।

ঈদেও ৪র্থ দিন টেলিফিল্ম ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন দুপুর ০২টা ৩৫ মিনিটে হুমায়ূন আহমেদের টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান রানা। অভিনয়ে সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘কাফফারা’। রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে কানজিন কিশা, ইরেশ যাকের, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ।

বিজ্ঞাপন

ঈদের ৬ষ্ঠ দিন টেলিফিল্ম ‘কংকাল চোর’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। প্রচারিত হবে বিকেল ২টা ৩০ মিনিটে। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘চিরকাল’। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

১০ টেলিফিল্ম ঈদ আয়োজন ২০২১ চ্যানেল আই-এর ঈদ আয়োজন টেলিফিল্ম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর