স্বাস্থ্যকর্মীদের খাবারের দায়িত্ব নিলেন সালমান
২৩ এপ্রিল ২০২১ ১৭:৩৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৭:৩৮
‘ভাইজান’ সালমান খানের মহানুবতার কথা সবাই জানেন। তিনি নানা সময়ে সাধারণ মানুষদের সহায়তা করেছেন। করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছর তিনি বলিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের সহায়তা করেছিলেন। এবার তিনি দায়িত্ব নিলেন স্বাস্থ্যকর্মীদের খাবারের।
যুব সেনার সঙ্গে হাত মিলিয়ে এ দায়িত্ব নিয়েছেন সালমান। সে খাদ্য তালিকায় কি কি থাকছেন তা জানিয়েছেন যুব সেনার নেতা রাহুল এন কানাল।
তিনি জানালেন, স্বাস্থ্যকর্মীদের জন্য চিন্তায় রয়েছেন সালমন খান। অভিনেতার প্রশ্ন, সারা দিন তারা সেবা ও চিকিৎসায় ব্যস্ত থাকেন। নিজেদের খাবারটুকু কী ভাবে জোগার করেন তারা? বেশির ভাগ দোকান-পাটও বন্ধ রয়েছে করোনা সংক্রমণের ভয়ে।
রাহুলের কথায়, ‘আর তাই তাদের খাদ্য সংস্থানের দায়ভার নিয়েছেন সালমান। এ ভাবেই তিনি ধন্যবাদ জানাতে চান সেই মানুষদের।’
রাহুল জানালেন, আলোচনা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইয়ের রাস্তায় খাবার সরবরাহের গাড়ি বেরিয়ে গিয়েছে।
সারাবাংলা/এজেডএস