Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেষ বেলায়’ ফারহান-সারিকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৫:৫৯

দীর্ঘদিন থেকেই নিজের মতো কাজ করে যাচ্ছেন ছোট পর্দার ব্যস্ত নির্মাতা মনসুর আলম নির্ঝর। তুলনামূলকভাবে খানিকটা প্রচারবিমুখ এই নির্মাতা সামনের ঈদকে উপলক্ষ্য করে কয়েকটি কাজ করেছেন। লকডাউনের কারণে কিছু পরিকল্পনা এদিক সেদিক হলেও লকডাউনের আগেই শেষ করেছেন নাটক ‘শেষ বেলায়’ এর কাজ। নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সারিকা সাবরিন।

এটি মনসুর আলম নির্ঝরের পঞ্চাশতম নির্মাণ। নাটকটি লিখেছেন নির্ঝর নিজেই। মনসুর আলম নির্ঝরের আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তুমি রবে নীরবে’, ‘হাইওয়ে’, ‘কিছুটা সময়’, ‘ছাড়পত্র’, ‘কালো মেয়ে’, ‘আয়না’, ‘একটি জরুরি কথা ছিল’, ‘ইন্টারভিউ’, ‘আফটার ব্রেক’, ‘ব্লাইন্ড ইমোশনস’, ‘মধ্যম মানুষ’, ‘নীলকণ্ঠ পাখির অপেক্ষায়’, ‘লাভ রাইড’ ইত্যাদি।

বিজ্ঞাপন

নিয়মিত একক নাটকের পাশাপাশি চ্যানেল টুয়েন্টিফোর এর ক্রাইম ফিকশন ধারাবাহিক এর চলতি সিজনসহ তিনটি সিজনের পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বও পালন করছেন। এছাড়া শিগগিরই মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘জার্নি টু ঢাকা’। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দায় নাম লেখানোর।

নিজের পঞ্চাশতম নাটক ও এখনকার ব্যস্ততা প্রসঙ্গে মনসুর আলম নির্ঝর বলেন ‘আয়োজন করে নির্মাতা হইনি। একবার যখন মাথায় গল্প বলার পোকা ঢুকলো তখন টানা ছয় বছর সহকারি পরিচালক হিসেবে কাজ করেছি। এর পরের জার্নিটা একান্তই আমার। কতটা পেরেছি দর্শকই ভালো বলতে পারবেন।

সারাবাংলা/এজেডএস

মুশফিক ফারহান শেষ বেলায় সারিকা সাবরিন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর