Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বস্তিকার ভূমিকায় মুগ্ধ নেটদুনিয়া


২১ এপ্রিল ২০২১ ১০:৩২

স্বস্তিকা মুখার্জী—কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। খোলামেলা অভিনয়ের জন্য যেমন বেশ আলোচিত, তেমনি যে কোন সামাজিক বা নাগরিক অধিকারে সোচ্চার থাকেন তিনি। এবার এমন কঠিন পরিস্থিতিতেই এগিয়ে এলেন তিনি। ভারতে আবার বাড়ছে করোনা। পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিনই। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণের হার। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের তারকা, করোনার সংক্রমণ থেকে বাদ যাচ্ছেন না কেউই। এমন কঠিন পরিস্থিতিতেই এগিয়ে এলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এক্ষেত্রে মোটেই অভিনেত্রী হিসেবে নয়, সম্পূর্ণ ভিন্ন রূপে এগিয়ে আসেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টিকা কেন্দ্র, করোনা পরীক্ষা কেন্দ্রের টোল ফ্রি নম্বর সহ বেশ কিছু সাহায্যকারী নম্বর শেয়ার করলেন তিনি। পাশাপাশি প্রকাশ করলেন বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নিজের দুশ্চিন্তার কথাও।

সোশ্যাল মিডিয়ায় চিঠির আকারে লেখা ওই পোস্টে স্বস্তিকা জানিয়েছেন এরকম পরিস্থিতিতে চাইলেও কারোর পাশে দাঁড়াতে পারছেন না। করতে পারছেন না সাহায্য। এই না পারার অপরাধবোধ যে তাকে কুরে কুরে খাচ্ছে সেকথাও অকপটে স্বীকার করেছেন তিনি। স্বস্তিকার কথায়, ‘গত কয়েক দিন ধরে ভীষণ অসহায় লাগছে। চাইলেও কাউকে সাহায্য করতে পারছি না।’ এরপরেই ওই প্রয়োজনীয় সাহায্যকারী নম্বরগুলি তিনি শেয়ার করেন। সঙ্গে জানান, এই প্রতিটি নম্বর তিনি নিজে ‘চেক’ করে নিয়েছেন। প্রতিটি নম্বরই আপডেটেড। ভবিষ্যতে যদি কোনও নম্বর বদল হয়, সেটাও তিনি জানিয়ে দেবেন বলে লেখেন স্বস্তিকা। বলা বাহুল্য, স্বস্তিকার এই পদক্ষেপে মুগ্ধ নেটদুনিয়া। অভিনেত্রীর এহেন মানবিকতার পরিচয় পেয়ে তাকে প্রশংসায় ভরিয়ে দিতে কার্পণ্য করেনি নেটিজেনরা।

টলিউড অভিনেত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর