Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে করোনামুক্ত হলেন আবুল হায়াত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৩:২০

একের পর এক দেশের শোবিজ অঙ্গনের বর্ষীয়ানরা করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মৃত্যুবরণ করছে। একসঙ্গে এতজনের মৃত্যুতে শোকে স্তব্ধ এ অঙ্গনের মানুষেরা। তবে এরই মাঝে আশার খবর অভিনেতা আবুল হায়াত করোনামুক্ত হয়েছেন। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত।

নাতাশা বলেন, ‘আপনাদের সকলের দোয়ায় আব্বুর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

গত বুধবার (৩১ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল আবুল হায়াত। হার্টের সমস্যা থাকায় করোনা পজেটিভ আসার পরে ডাক্তারদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে দুই দফায় প্লাজমা দেওয়া হয়।

গত ৭ এপ্রিল তিনি বাসায় ফিরেন। তখন বাসায় তার চিকিৎসা চলছিল। বাসায় তিনি চিকিৎসকের পরামর্শে আইসোলেটেড ছিলেন। নিয়মিত ওষুধ খাচ্ছিলেন। ফলে দ্রুতই করোনামুক্ত হলেন তিনি।

সারাবাংলা/এজেডএস

আবুল হায়াত করোনামুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর