ক্যারাক্সের ছবি দিয়ে কানের উদ্বোধন
১৯ এপ্রিল ২০২১ ১৬:২৬
সবশেষ ৯ বছর আগে লিওস ক্যারাক্সের ‘হলি মোটরস’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। আগামী ৬ জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসবটি। এবারের আসর উদ্বোধন হবে লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ দিয়ে।
‘অ্যানেত’ একইসঙ্গে ফ্রান্সের সিনেমা হলে মুক্তি। ছবিটির মাধ্যমে ক্যারাক্সের প্রথম ইংরেজি ছবি। এতে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত রক ব্যান্ড ‘স্পার্ক’ গান করেছে।
ছবিটি প্রযোজনা করেছে সিজি সিনেমা ইন্টারন্যাশনালের চার্লস গিল্লিবার্ট। ‘অ্যানেত’ সম্পর্কে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিয়ের লেসচার বলেন, ‘লিওস ক্যারাক্সের একেকটি ছবি মানে নতুন কিছু। এ ছবিটিও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। অ্যানেত হল এমন এক উপহার যার জন্য চলচ্চিত্র, সঙ্গীত ও সংস্কৃতিপ্রেমীর বিগত কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম।’
লিওস ক্যারাক্স ১৯৯১ সালে নির্মাণ করেন ‘লার্ভাস অন দ্য ব্রিজ’। তার ৮ বছর পর নির্মাণ করেন ‘পোলা এক্স’। ২০১২ সালে তার পরিচালিত ‘হলি মোটরস’ সিনেমাটি কানে প্রতিযোগীতা করেছিল।
সারাবাংলা/এজেডএস