Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিটার ‘বুকের ডাকবাক্স’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৫:৩৫

সাম্প্রতিক সময়ে অডিও কিংবা সিনেমা খুব একটা সরব নন জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। দীর্ঘদিনের নীরবতা ভেঙ্গে নতুন একটি গান গাইলেন এলিটা। গানটির কথা ও সুর এ সময়ের ব্যস্ত সুরকার এস আই শহীদের। ‘বুকের ডাকবাক্স’ শিরোনামের এই গানটি তৈরি হয়েছে আসিফ ইকবাল জুয়েলের নির্মানাধীন সিনেমা ‘চোখ’ এর জন্য।

ছবির শুটিং এর মধ্যেই শেষ হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন বুবলি, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

গান প্রসঙ্গে এলিটা বলেন, ‘আমি সাধারণত একটু বেছে বেছে কাজ করি। কথা ও সুর পছন্দ না হলে গান গাইতে ইচ্ছে করে না। আমি মনে করি একজন শিল্পীর এই স্বাধীনতা থাকা উচিত। এই গানটির কথা ও সুর ভালো লাগায় গেয়ে ফেললাম। সাধারণত আমি যে ধরনের গান করি গানটি অনেকটা সেরকম হলেও একটু ভিন্নতা আছে। সেটা শ্রোতারা টের পাবেন।’

গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী এসআই শহীদ। তিনি বললেন, ‘সিনেমার গানে সব সময় কমার্সটা প্রায়োরিটি পায়। কিন্তু এরপরও কিছু গান থাকে অন্যরকম। যেখানে গল্প বা গল্পের অবস্থানটাই মুখ্য থাকে। বুকের ডাকবাক্স এমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা এটি পছন্দ করবেন।’

‘চোখ’ সিনেমাটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে।

সারাবাংলা/এজেডএস

এলিটা বুকের ডাকবাক্স