Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার ছবি’র শফিউজ্জামান খান লোদী আর নেই


১৮ এপ্রিল ২০২১ ১৫:১০

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার উজ্জল তারকা শফিউজ্জামান খান লোদী আর নেই। আজ রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি আবদুর রহমান।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি’র জনপ্রিয় উপস্থাপক ছিলেন। দীর্ঘ ১৮ বছর যাবত চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিত শফিউজ্জামান খান লোদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তার অবস্থা আরো অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে গত চারদিন ধরে লোদী আইসিইউতে ছিলেন বলে জানান তার ‘আমার ছবি’ অনুষ্ঠানের সহকারি ও এডিটর এ কে আজাদ।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ রবিবার (১৮ এপ্রিল) বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

আমার ছবি চ্যানেল আই শফিউজ্জামান খান লোদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর