Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে দাফন কবরীর, দেওয়া হবে গার্ড অব অনার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৩:২৫

মুক্তিযুদ্ধের সময় তিনি তুমুল জনপ্রিয় নায়িকা। একই সঙ্গে শীর্ষ নায়িকা। চাইলেই পারতেন নিরাপদে থেকে নিজের জীবন ও জীবিকার সুরক্ষা করতে না। কিন্তু তিনি তা করেননি। কলকাতার রাস্তায় রাস্তায় মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে ক্যাম্পেইন করেছেন কবরী। কিংবদন্তি এ অভিনেত্রীর মুক্তিযোদ্ধা পরিচয়ের কথা অনেকেরই অজানা।

শনিবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে টানা ১৩ দিন করোনার সঙ্গে লড়াই করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের এ মিষ্টি মেয়ে। তাকে দাফন করা হবে রাজধানীর বনানী কবরস্থানে। সেখানে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া হবে গার্ড অনার।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির কারণে ‘সারেং বউ’কে তার প্রিয় কর্মস্থল এফডিসি কিংবা শহীদ মিনারে সর্বস্থরের মানুষদের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া যাচ্ছে না। এমনটাই জানিয়েছেন তার পরিবারের সদস্য ও বাংলা চলচ্চিত্রের সংশ্লিষ্ট অনেকে।

গুণী এ অভিনেত্রীর সন্তান শাকের চিশতী বলেন, ‘করোনা মহামারির এই পরিস্থিতিতে আমরা অন্য কোথাও ওনাকে নিয়ে যেতে পারছি না। বনানীতেই আম্মাকে গার্ড অব অনার দিয়ে জানাজা শেষে দাফন করা হবে।’

সারাবাংলা/এজেডএস

কবরী টপ নিউজ দাফন মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর