Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ২১:১৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ০৩:৪৮

ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী কবরীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে ডাক্তাররা লাইফ সাপোর্টে নেন।

অভিনেত্রী কবরীর ছেলে শাকের চিশতী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে কবরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শাকের চিশতী বলেন, ‘আম্মুর অক্সিজেন ওঠানামা করছে। এমন অবস্থায় তার আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করি, আম্মু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন কবরীর ছেলে শাকের চিশতী।

গত ৫ এপ্রিল করোনা পজেটিভ আসার পর কবরীকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই গত ৮ এপ্রিল থেকে চিকিৎসা নিচ্ছেন

১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছবির মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় নায়িকা কবরীর। উপহার দিয়েছেন ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্র।

দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা করেছেন। তার পরিচালিত প্রথম ছবির নাম ‘আয়না’।

সম্প্রতি তিনি পরিচালনা করেছেন তার দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’। ছবিটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

সারাবাংলা/এজেডএস

কবরী লাইফ সাপোর্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর