Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৫:১৮

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় প্রচারিত হবে ফাইনাল পর্বটি।

প্রতিযোগীতা সঞ্চালন ও পরিচালনায় ছিলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবারের বিতর্কের বিষয় ছিল ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা। উক্ত বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বিজ্ঞাপন

ছায়া সংসদের আদলে যুক্তি ও পাল্টা যুক্তির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে হারিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

সারাবাংলা/এজেডএস

ডিবেট ফর ডেমোক্রেসি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা