Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চল খানের ‘এসো হে বৈশাখ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৬:২০

বুধবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন। এবার রমযান ও করোনার কারণে আড়ম্বরভাবে দিনটি পালিত না হলেও অনেকেই ঘরোয়াভাবে পালন করছেন। ছোট খাটো পরিসরে হলেও নানা আয়োজন করছে সবাই। আর পুরো আয়োজনটি শুরু হয় রবি ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি দিয়ে। খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খান বাংলা নববর্ষ উপলক্ষ্যে ‘এসো হে বৈশাখ’-এর নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন।

ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন নন্দিত নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। এতে অংশ নিয়েছেন প্রেমার নাচের দল ভাবনার সদস্যরা।

বিজ্ঞাপন

‘আমাদের জীবনের করোনার মত কঠিন সময় যাচ্ছে। এ কঠিন সময়ের মধ্যেই গানটির রেকর্ডিং করেছি আমরা। ভিডিওটির শুটিং করেছি গত ৪ এপ্রিল, লকডাউনের ঠিক আগ মুহুর্তে। নিঃসন্দেহ পুরো ব্যাপারটি বেশ কঠিন ছিল। আশা করছি মিউজিক ভিডিওটি আমাদের হৃদয়ে প্রশান্তির বাতাস নিয়ে এরকম অনিশ্চিত ও হতাশাজনক সময়ে’— ভিডিওটি সম্পর্কে বলেন চঞ্চল খান।

মিউজিক ভিডিওটি চঞ্চল খান ও সামিনা হোসেন প্রেমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে একই সঙ্গে প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

এসো হে বৈশাখ চঞ্চল খান বাংলা নববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর