Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখ উপলক্ষে দুরন্ত’র নানান আয়োজন


১৩ এপ্রিল ২০২১ ১৫:৪৪

আসছে আরও একটি নতুন বছর। পহেলা বৈশাখ উপলক্ষে নানান আয়োজন করেছে শিশু-কিশোরদের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টেলিভিশন। ১৪ এপ্রিল (বুধবার) প্রচারিত হবে বিশেষ নাচের অনুষ্ঠান ‘বৈশাখী রঙ’, ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ও ‘সিসিমপুর’-এর বিশেষ পর্ব।

নাচের অনুষ্ঠান ‘বৈশাখী রঙ’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। বিশেষ এই অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে ১৪এপ্রিল (বুধবার) সকাল ৭টায়।

‘রঙের খেলায় সুরের ভেলায়’ দুরন্ত টির্ভির গান শেখার অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে শিশুদের সঙ্গে এই অনুষ্ঠানে আড্ডা দেবেন শিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা। তিন খালামনির সাথে গানে গানে মেতে উঠবে শিশুরা। এটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। প্রচারিত হবে সকাল ৭টা ৩০মিনিটে। এছাড়াও ‘সিসিমপুর’-এর বিশেষ পর্ব প্রচারিত হবে আগামী সকাল ৮টায়।

দুরন্ত টেলিভিশন পহেলা বৈশাখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর