Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন নাজিরা মৌ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৪:৩৯

ছোটপর্দার পরিচিত মুখ নাজিরা মৌ বিয়ে করেছেন। পাত্র যুক্তরাজ্য প্রবাসী। নাম মিজানুর মুরাদ রহমান, পেশায় ব্যবসায়ী। তারা বিয়ে করেছেন গত ২০ জানুয়ারি।

নাজিরা জানান, একজন বন্ধুর মাধ্যমে মিজানের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের কিছুদিন পর মিজান নাজিরাকে পছন্দের ব্যাপারটি জানান। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পরপরই অসুস্থ হয়ে পড়ে নাজিরা। তাই তিন মাস পর সবাইকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিয়ের পর মার্চের দ্বিতীয় সপ্তাহে দুবাইয়ে হানিমুনে গিয়েছিলেন তারা।

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র‌্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন ওপার বাংলার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গেও।

সারাবাংলা/এজেডএস

নাজিরা মৌ বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর