Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুইক রেসিপি নিয়ে নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৪:২০

নুসরাত ফারিয়া। অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। দুই বাংলায় সিনেমার কাজ নিয়ে বর্তমানে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে দীর্ঘদিন পর উপস্থাপনায় ফিরলেন ফারিয়া।

পুরো রমজান মাস জুড়ে চারটি বেসরকারী টিভি চ্যানেলের একটি রান্নার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটির নাম ‌কুইক রেসিপি, সিজন-৩ । আরএকে সিরামিকস নিবেদিত অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে থাকছে রাঙাপরী মেহেদী। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন আফতাব বিন তমিজ। পরিচালনা করছেন জাহিদ হোসেন সুমন।

বিজ্ঞাপন

অনেকদিন পর উপস্থাপনায় ফেরা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। আমার উপস্থাপনায় সালমান সজল ও জলি খান নামে দুজন শেফের মজার রান্নার রেসিপি দর্শকরা দেখতে পাবেন। রমজান মাসে ইফতার ও সেহেরীতে একটু সচেতনভাবে খাবার গ্রহণ করলে সকল প্রকার সমস্যা এড়িয়ে সুস্থভাবে  রোযা রাখা সম্ভব। অল্প সময়ের মধ্যে কিভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। সেটাই দেখানো হবে এই অনুষ্ঠানে।আশা করি, সবার ভালো লাগবে।

রাজধানীর বনানীতে এর দৃশ্যধারনের কাজ চলছে। গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে থাকা আফতাব বিন তমিজ বলেন,  প্রথম রমজান  থেকে প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিট থেকে পর্যায়ক্রমে মোট চারটি চ্যানেল-একুশে টিভিতে ৪টা ১৫ মিনিট, এটিএন বাংলায় ৪টা ৩০ মিনিট, বাংলা টিভি ৪টা ৪৫ মিনিট এবং ডিবিসিতে বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।

সারাবাংলা/এজেডএস

কুইক রেসিপি নুসরাত ফারিয়া রমযান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর