Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপনে ওয়াজিদকে কিডনি দিয়েছিলেন সাজিদের স্ত্রী


১১ এপ্রিল ২০২১ ১৬:৫৬

সম্পর্কে তারা দেবর-ভাবী। কিন্তু দেবরকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন ভাবী। আর তাই তো দেবরকে কিডনি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা না করেননি ভাবী। সম্প্রতি এমনই এক সত্যি সামনে এল। এখানে দেবর বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির প্রয়াত মিউজিক কম্পোজার ওয়াজিদ খান এবং কিডনি দাতা হলেন তার ভাই সাজিদ খানের স্ত্রী লুবনা।

সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলের এক রিয়ালিটি শোয়ে প্রয়াত ওয়াজিদ খানকে নিয়ে স্পেশ্যাল একটি পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানেই সামনে এল এই ঘটনার কথা। সাজিদ ও ওয়াজিদের মা রাজিনই কথা প্রসঙ্গে নিজের পুত্রবধূর মানবিক রূপটি তুলে ধরেন। জানান, কীভাবে তার ছোট ছেলের জন্য নিজের কিডনি দান করেছিলেন লুবনা। তাও আবার সকলের অজান্তেই। আবেগপ্রবণ রাজিনের কথায়, ‘ওয়াজিদের কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। প্রত্যেক আত্মীয়কে সেকথা জানিয়েছিলাম। সবার কাছ থেকেই সাহায্য চেয়েছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেনি। সেই সময়ই লুবনা আমাদের অজান্তেই সমস্ত শারীরিক পরীক্ষা করিয়ে নিয়েছিল। যাতে ও কিডনি দিতে পারে। আজকের দিনে যেখানে মা-বাবাই সন্তানের জন্য এতটা করে না, সেখানে ও (লুবনা) কিডনি দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবেনি।’

বিজ্ঞাপন
মা রাজিন ও স্ত্রী লুবনা-সহ সুরকার সাজিদ খান

মা রাজিন ও স্ত্রী লুবনা-সহ সুরকার সাজিদ খান

সেদিনের এই প্রসঙ্গে সাজিদ খানের স্ত্রী লুবনা বলেন, ‘যখন জানতে পারলাম, যে কেউ ওকে (ওয়াজিদ) কিডনি দিতে পারবে, তখন আর কাউকে জিজ্ঞাসা করিনি। চুপচাপ সমস্ত পরীক্ষা করিয়ে নিই। শেষ টেস্টের আগে ওয়াজিদকে জানিয়েছিলাম, সবকিছু ঠিক থাকলে কিডনি প্রতিস্থাপন করাব। আমার কথায় ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল ওয়াজিদের। কিন্তু আমি বোঝাই ও আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

সেদিন দেবর ওয়াজিদকে কিডনি দিতে পারায় আনন্দিত ভাবী লুবনা। বললেন, ‘সারাজীবন নিজের পরিবারের জন্য অনেক কিছু করেছে ওয়াজিদ। আর ওর সংকটের দিনই যদি পরিবার পাশে না থাকে, কীভাবে চলবে।’

ওয়াজিদ খান

ওয়াজিদ খান

উল্লেখ্য, গত বছর ১ জুন গভীর রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মাত্র ৪২ বছর বয়সে চিরবিদায় নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সুরকার ওয়াজিদ খান। কিডনির সমস্যা-সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন ওয়াজিদ খান। বলিউডের সফল সংগীতকার জুটি সাজিদ-ওয়াজিদ। ‘তেরে নাম’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ সহ বহু ব্যবসা সফল ছবিতে সুর দিয়েছিলেন ওয়াজিদ। তবলাবাদক উস্তাদ সারফত আলি খানের ছেলে ওয়াজিদ। ভাই সাজিদের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন বলিউড কাঁপিয়েছেন তিনি। সংগীত পরিচালক হিসেবে সাজিদ-ওয়াজিদ জুটির বলিউডে অভিষেক ঘটে ১৯৯৯ সালে সালমান খান অভিনীত ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবির মাধ্যমে।

ওয়াজিদ খান সাজিদ খান সাজিদ-ওয়াজিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর