Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেফতার করা হলো মিসেস শ্রীলঙ্কাকে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ এপ্রিল ২০২১ ১৪:৫৩

রোববার (৩ এপ্রিল) কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। এ ঘটনায় ডি সিলভা মাথায় আঘাত পেয়েছেন।

ঘটনা পুরস্কারের মঞ্চে থেমে নেই। আইনের আশ্রয় নিয়েছেন পুষ্পিকা ডি সিলভা। তাকে সহয়তায় এগিয়ে এসেছেন পুলিশ। তার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ এপ্রিল) শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি। ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কেও গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রোববার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এজেডএস

পুষ্পিকা ডি সিলভা মিসেস শ্রীলঙ্কা ২০২১

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর