Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বাফটার মঞ্চে প্রিয়াঙ্কা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ এপ্রিল ২০২১ ১৩:২৭

এ বছরের অস্কারের মনোনয়ন ঘোষণা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তিনি ঘোষণা করতে যাচ্ছেন বিট্রিশ একাডেমী অব ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস (বাফটা)। তবে তার সঙ্গে নিক জোনস নেই, থাকছেন অন্য উপস্থাপকরা।

এবারের বাফটা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ এপ্রিল লন্ডনের রয়েল অ্যাবার্ট হলে। প্রিয়াঙ্কার সঙ্গে এবার উপস্থাপনা করবেন ফোবি ডাইনেভর, চিয়েটেল ইজিওফর, সিন্থিয়া এরিভো, হিউ গ্রান্ট, রিচার্ড ই. গ্রান্ট, টম হিডলস্টন, ফেলিসিটি জোন্স, গুগু মাবাথা-র, জেমস ম্যাকএভয়, ডেভিড ওয়েলোও এবং পেদ্রো পাস্কাল।

বিজ্ঞাপন

এ উপস্থাপকদের সঙ্গে আরও যোগ দিবেন রোজ বাইর্ন, আন্ড্রা ডে, আন্না সেন্ট্রিক এবং রেনি জেলওয়েজার। প্রিয়াঙ্কারা লন্ডন থেকে যোগ দিলেও এরা যোগ দিবেন লস এঞ্জেলস থেকে।

প্রিয়াঙ্কা চোপড়াকে সবশেষ দেখা গিয়েছে অরবিন্দ আদিগারের বুকার পুরস্কার জয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’। যেটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। সামনে তার হাতে রয়েছে ‘ম্যাট্রিক্স ৪’, ‘টেক্সট ফর ইউ অ্যান্ড চিটাডেল’।

সারাবাংলা/এজেডএস

প্রিয়াঙ্কা চোপড়া বাফটা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর