Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের উত্তাপে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত


৮ এপ্রিল ২০২১ ১৮:৩৮

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। আর তাতে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেসের একজন সাংসদ হিসেবে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন টলিউড তারকা নুসরাত জাহান। এরইমধ্যে তিন দফা নির্বাচন হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপ বেড়ে চলেছে। সেই উত্তাপ যেন আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। স্লিভলেস গাউনে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন টলিপাড়ার নায়িকা। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে উষ্ণতা বাড়িয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

অফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় যেন গা এলিয়েছে এলোমেলো চুল। রূপের এই আগুনেই নেটদুনিয়া মাতিয়েছেন নুসরাত। তিনটি ছবি পোস্ট করে তাতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রত্যেক হৃদয়ের মধ্যেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের কারিগররা তা জানেন। সব মেয়েই রাজকুমারী।’

ভোটের মরশুমে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছেন নুসরাত। তৃনমূলের সাংসদ তিনি। সেই দায়িত্ব পালন করে চলেছেন জেলায় জেলায়। তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এর আগে, সাংসদ হওয়ার পরপরই বেশ ঘটা করেই বিয়েটা সেরেছিলেন নুসরাত। ভারতে নয়, তুরস্কে হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং। কিন্তু ফাটল ধরেছে নুসরাত আর নিখিলের সেই দাম্পত্যে! বেশ কিছুদিন ধরেই তাদের বিষয়টি টলিউড পাড়ায় ওপেন সিক্রেট। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারোরই। এরমধ্যে শোনা গেছে, নিখিল জৈন নাকি স্ত্রী নুসরাত জাহানের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েছেন।

টলিউড অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রি নুসরাত জাহান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর