Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা রাঁধুনীতে তারা ছয় জন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৬:৩৮

তারা পাঁচ জন—ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক, পূর্ণিমা, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াকে ইদানিং একসঙ্গে দেখা যাচ্ছে। তারা মিলে গেট টুগেদার পার্টি করছেন, পারফর্ম করছেন বিভিন্ন সরকারি, বেসরকারি অনুষ্ঠানে। থাকছেন রাজনৈতিক প্রচার প্রচারণায়। এ পাঁচ জনের সঙ্গে দিলশাদ নাহার কণা যুক্ত হয়েছেন। তাদের ছয় জনকে এবার দেখা যাবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’।

‘সেরা রাঁধুনী’র একটি বিশেষ পর্ব প্রচারিত হবে এবারে ঈদে। সে অনুষ্ঠানের শুটিং সম্পূর্ণ হয়েছে বুধবার (৭ এপ্রিল)।

বিজ্ঞাপন

সাইমন সাদিক বলেন, ‘পূর্ণিমা আপুর উপস্থাপনায় এই রিয়েলিটি শো হচ্ছে। এতে সেরা রাঁধুনিরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর আমরা সবাই একসঙ্গে আপুর অতিথি হয়েছি। সেখানে গিয়ে শুধু মজা করে খেলাম। আমাদের মূল কাজ ছিল এটাই। সঙ্গে স্বাদ অনুযায়ী মন্তব্য করেছি। সবার অংশগ্রহণে দারুণ কিছু সময় কাটিয়েছি।’

জানা যায়, ঈদের জন্য তৈরি এ অনুষ্ঠানটি মাছরাঙা টিভিতে প্রচার হবে।

সারাবাংলা/এজেডএস

কণা পূর্ণিমা ফারিয়া ফেরদৌস মাহি সাইমন সেরা রাঁধুনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর