Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একতাকে বিয়ে করতে চাইলেন করণ জোহর


৮ এপ্রিল ২০২১ ১৬:০১

বলিউড ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী প্রযোজক, পরিচালক বলতে যাকে বোঝায়, তিনি করণ জোহর। বলিউডে একের পর এক নায়ক-নায়িকা উপহার দিয়েছেন তিনি। বলা যায় তার হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে আজ অনেকেই প্রতিষ্ঠিত। তাই অনেকেই তাকে বলিউড মাফিয়াদের অন্যতমও বলে থাকেন। কিন্তু এখনো ‘অকৃতদার’ এই তারকা। তবে দুই যমজ সন্তান ‘যশ’ আর ‘রুহি’কে নিয়ে ‘সিঙ্গল ফাদারহুড’ উপভোগ করছেন তিনি। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হয়েছিলেন করণ। সেই থেকেই দুই খুদেকে দেখাশোনা, পরম যত্নে লালন পালন করা… এসব নিয়ে সুখের সংসার করণের। কিন্তু একটা সময়ে তার বিয়ে করার খুব ইচ্ছে হয়েছিল। আর সেটা যাকে তাকে নয়, হিন্দি টেলিভিশন জগতের আরেক প্রভাবশালী প্রযোজক একতা কাপুরকে।

বিজ্ঞাপন

এমন একটি ঘটনা প্রকাশ পেল সম্প্রতি ভাইরাল হওয়া একতা কাপুরের একটি পুরনো সাক্ষাৎকার থেকে। যেখানে একতা এবং করণ দু’জনেই স্পষ্ট বলেছিলেন বিয়ের কথা। বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহরকে বিয়ে করার জন্য নাকি একেবারেই তৈরি ছিলেন টেলিভিশন ধারাবাহিকের প্রযোজক একতা কাপুর। শোনা যায়, করণের মনে মনেও ইচ্ছেটা ছিল জোরদার। আর একথা বহুবার প্রকাশ্যে বলেছেন করণ-একতা দু’জনেই।

করণ সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ‘আমি মনে হয় কোনও দিনই সঙ্গী পাবো না। একতা আমার খুব ভালো বন্ধু। আমরা সব কিছু শেয়ার করি। তাই একতা রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে পারি!’

করণের মুখ থেকে একথা শুনে, প্রথমে কিছুটা হতবাক হয়েছিলেন একতা কাপুর। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘এটা সত্যি আমি আর করণ দারুণ বন্ধু। তাই হয়তো আমাদের মধ্যে প্রেমটা সেভাবে হল না। তবে আমাকে যদি করণ প্রোপোজ করে তাহলে হ্যাঁ করে দেব। কারণ আমরা দু’জন দারুণ জুটি।’

তবে এসব কথা এখন একেবারেই ইতিহাস। করণ এখন সারোগেসির সাহায্য নিয়ে দু’বাচ্চার বাবা। অন্যদিকে একতাও সামলাচ্ছেন বাচ্চা। তবে বন্ধত্ব কিন্তু এখন করণের সঙ্গে বেড়েই চলেছে একতার। তাদের বন্ধুত্ব বহুদিন ধরেই। এই বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকেই। দু’জনেই দু’জনের কাজকে সম্মান করেন এবং প্রশংসা ও সমালোচনাও করেন। তবে একতা যেহেতু মূলত ধারাবাহিক নিয়েই থাকেন। তাই সিনেমার জগতের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে শুধু করণকেই চেনেন একতা।

একতা কাপুর করণ জোহর বলিউড ইন্ডাস্ট্রি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর