Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার বছর পর নতুন গানে বেলাল খান ও লিজার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২১ ১৩:৫৫

এবার অডিওতে দ্বৈত গান গাইলেন বেলাল খান ও লিজা। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান এবং লিজা এর আগে চলচ্চিত্রের গানে সাফল্য দেখিয়েছেন। এই জুটি একসাথে গাইলেও অডিওতে গাইলেন প্রায় চার বছর পর।

‘পাখি’ শিরোনামের গানটি বেলাল খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হবে এ সপ্তাহেই। গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন বেলাল খান নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। মিক্স ও মাস্টারিং করেছেন এপিরাস।

বিজ্ঞাপন

রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন জাহের আলভী, মিতু ও এক ঝাঁক নৃত্যশিল্পী। গানটির কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন।

নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘অনেকদিন পর এ ধরনের একটি গান করলাম। গানটি গাইতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি শ্রোতারাও দারুন মজা পাবেন।’

অন্যদিকে লিজা বলেন, ‘একটা অন্যরকম নাচের গান। রোমান্টিক কিন্তু দারুন রিদম আছে গানে। বৈশাখ আর ঈদের উৎসবের আনন্দে বাজানোর মতো একটি গান।’

সারাবাংলা/এজেডএস

বেলাল খান লিজা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর