Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও করোনা পজেটিভ আবুল হায়াত, তবে এবার বাসায় থাকছেন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২১ ১৩:৪৪

অভিনেতা আবুল হায়াত করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন যাবত হাসপাতালে ভর্তি। তার করোনার দ্বিতীয় পরীক্ষার ফলও পজেটিভ এসেছে। তবে ডাক্তাররা তাকে বাসায় গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছে।

আবুল হায়াত জানান, আজ (৭ এপ্রিল, বুধবার) সন্ধ্যায় বাসায় ফিরবেন। তবে বাসায় ফেরার আগে ডাক্তাররা বেশ কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি আরও জানান, করোনা পজেটিভ হলেও তার শরীরে তেমন কোন উপসর্গ নেই। অনেকটাই সুস্থ আগের তুলনায়। বড় ধরনের কোন শারীরিক জটিলতা নেই। বাসায় ফিরে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।

আবুল হায়াত বলেন, ‘বাসায় সময় কাটাতে হবে। সবার কাছে দোয়া চাই যেন শিগগির করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’

গত বুধবার (৩১ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল আবুল হায়াত। হার্টের সমস্যা থাকায় করোনা পজেটিভ আসার পরে ডাক্তারদের পরামর্শে তাকে ভর্তি করা হয়।

সারাবাংলা/এজেডএস

আবুল হায়াত করোনা পজেটিভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর