Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বিজ্ঞাপনে আলোচিত ফারিন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ এপ্রিল ২০২১ ১২:৫৭

ফারিনের কণ্ঠে ‘আমাদের নীরবতাই ছিল ওদের সাহস/এখন থেকে আর এক চুলও ছাড় নয়/ফোন ওঠাও, দেখিয়ে দাও’— এমন সংলাপ বেশ প্রশংসিত হচ্ছে। এটি সম্প্রতি প্রকাশিত জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনচিত্রের সংলাপ। যেটি প্রচার করা হয়েছে টিভি চ্যানেল ও অনলাইনে। বিজ্ঞাপনচিত্রটির কারণে বেশ আলোচিত হয়েছেন তাসনিয়া ফারিন।

বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সার্বিক তত্ত্বাবধানে ছিল বিজ্ঞাপনী সংস্থা সান কমিউনিকেশনস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনচিত্রটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘জুঁইয়ের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হতে পেরে একজন নারী হিসেবে আমি প্রাউড ফিল করছি, সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ববোধ থেকেও কাজটি করা’।

নির্মাতা ফারুকী বলেন, ‘গত বেশ কিছু বছর ধরেই নিজেকে নতুন দিনের সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ নারীদের সহযোগী ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করেছে জুঁই! কিছুদিন আগে তারা একটা বিজ্ঞাপন করেছিলো যেখানে দেখানো হয়েছিলো পথে-ঘাটে-অফিসে-বাড়ীতে কিভাবে নারীরা হ্যারাজমেন্টের স্বীকার হয়! এই বিজ্ঞাপনটাকে সেটার ফলো আপ বলা যেতে পারে যেখানে নারীদেরকে ঘুরে দাঁড়াতে বলা হচ্ছে! আর এই ঘুরে দাঁড়ানোতে জুঁই একজন বিনীত সহযোগীর ভূমিকা পালন করছে স্মার্টফোন দেয়ার মাধ্যমে!’

সারাবাংলা/এজেডএস

জুঁই তাসনিয়া ফারিন বিজ্ঞাপনচিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর