Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুসফুসের ৭০ শতাংশই সংক্রমিত এস এম মহসিনের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৯:৩৮

একুশে পদক বিজয়ী অভিনয়শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের আইসিইউতে তাকে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন তার ফুসফুসের ৭০ শতাংশই সংক্রমিত হয়েছে।

৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

সারাবাংলা/এজেডএস

আইসিইউ এস এম মহসিন করোনাভাইরাস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর